নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা গ্রামের লিশাত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রেস ক্লাবের সামনে এলাকাবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিকেতন স্কুল ও কলেজের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও শিশু নিকেতন স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান বাদল, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, শিবলী সাদিক, লিশাতের বড় ভাই মিলু মিয়াসহ অনেকে।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর নিহত লিশাতের লাশ নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনার দিন নিহত লিশাতের বাবা মমেদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টিএইচ